যশোরে বন্দুক যুদ্ধে চারজন নিহত

বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যশোর জেলার দুইটি পৃথক স্থানে শুক্রবার গভীর রাতে কথিত বন্দুক যুদ্ধে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের তরফে শনিবার বলা হয়েছে তাদের ধারনা ডাকাতদের মধ্যে অন্তঃকলহের জেরে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুক যুদ্ধেচলা কালে পুলিশের পৃথক দল ঘটনাস্থলে অভিযান চালায় এবং দুই যায়গা থেকে দুই জন করে চার জনের গুলি বিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ নিহত হয়।

ঊল্লেখ্য, মানবাধিকার সংস্থা সমুহের দেয়া তথ্য মতে ২০১৭ সালে বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার এবং গুলি বিনিময়ের ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি বাংলাদেশে ক্রমবর্ধমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

Your browser doesn’t support HTML5

যশোরে বন্দুক যুদ্ধে চারজন নিহত