ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার এক মামলায় ঐ ট্রাইব্যুনাল মন্তব্য করার ক্ষেত্রে ভবিষ্যতে তাঁকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

ডাঃ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন মঞ্জুর করে আদালত তার রায়ে বলেছে 'রং হেডেড’ ব্যক্তি ছাড়া এ ধরনের মন্তব্য কেউ করতে পারেনা। আদালতের পর্যবেক্ষণে ডাঃ চৌধুরীর মন্তব্যকে একজন ‘অবিবেচক ব্যক্তির বক্তব্য’ হিসেবে বর্ণনা করা হয়।

Your browser doesn’t support HTML5

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি