জ্যামবিয়ার প্রেসিডেন্টের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্টকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়

FILE - Zambia's new interim president is Guy Scott.

জ্যামবিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাটার মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট গাই স্কটকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়।

সাটা লন্ডনে মারা যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই, জ্যামবিয়ার প্রতিরক্ষামন্ত্রী এডগার লুঙ্গু রাজধানী লুসাকায় ওই সংবাদ ঘোষণা করেন। লন্ডনে সাটা চিকিৎসাধীন ছিলেন। তিনি কোন রোগে ভুগছিলেন সে কথা প্রকাশ করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন ৯০ দিনের মধ্যে জ্যামবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার F.W. De Klerk এর পর মি স্কটই হবেন আফ্রিকায় প্রথম শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। জ্যামবিয়ার নতুন নেতার বয়স ৭০ বছর। তিনি জ্যামবিয়ায় জন্ম গ্রহন করেন যখন সে দেশ বৃটিশ শাসিত Northern Rhodesia ছিল।