খালেদা জিয়া বলেছেন ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়ে পড়েছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়ে পড়েছে ।সোমবার এক বিবৃতিতে বিএনপি নেত্রী বলেন এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে বেনামী একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। গত দেড় মাস যাবত লন্ডনে অবস্থানরত বিএপির এই শীর্ষ নেত্রী বলেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন নুর মোহাম্মদ যার পথ ধরে '৯০ এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মুক্ত হয়েছিল আমাদের গণতন্ত্র। আবার গণতন্ত্রকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেয়ার প্রচেষ্টাকে রুখে দেয়ার জন্য তিনি সকল গনতন্ত্রকামি মানুষের কাছে আহ্বান জানান।

জহুরুল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

alam zia