জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদক সাবেক প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সাজা কামনা করেছে

Bangladesh Protest

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রধান খালেদা জিয়া এবং তাঁর ৫ সহযোগীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কামনা করেছে।

মঙ্গলবার ঢাকায় আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে দুদক এর আইনজীবী মোশাররফ হোসেন তার প্রতিষ্ঠানের পক্ষে ওই মামলার বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলায় অভিযুক্তদের জন্য এ সাজা কামনা করেন। যুক্তিতর্ক উপস্থাপনকালেদুদক এর আইনজীবী খালেদা জিয়া এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে আদালতে দাবী করেন।

২ কোটি ১০ লাখ টাকার ওপর আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলেতারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী।অভিযুক্তদের আইনজীবীদের বুধবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।


এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট জিয়া