ক্রাইমিয়া পরিস্থিতি নিয়ে অধ্যাপক জিল্লুর রহমান খানের পর্যালোচনা
যুক্তরাষ্ট্র বা য়ুরোপিয় য়ুনিয়নের তথা পশ্চিম বিশ্বের কি স্টেইক রয়েছে য়ুক্রেইনে?
ক্রাইমিয়ার রাজধানীর কাছাকাছির ঘাঁটিতে রূশ সামরিক বাহিনীর বহর বলেই মনে হয়েছে এমনি সামরিক বহর গিয়ে প্রবেশ করেছে।
য়ুক্রেনের অন্তরবর্তীকালীন প্রধানমন্ত্রী বলেছেন-সভ্য জগতের কেউই গণভোটের ফলাফল মানবে না।
এসব প্রশ্ন নিয়ে আমরা কথা বলি উইসকানসিন য়ূনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের প্রাক্তন অধ্যাপক- রৌয বুশ প্রফেসার ফ্লরিডা নিবাসী ডক্টর জিল্লুর রহমান খানের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।zillur rahman