জিম্বাবুয়েতে দুজন সাংবাদিক কারাদণ্ডে দণ্ডিত

জিম্বাবুয়েতে লক ডাউন নিষেধাজ্ঞা অমান্য করায় দুজন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে I এতে জিম্বাবুয়েতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে সংশয় ব্যক্ত করা হয় I সংবাদ-স্বাধীনতা সেখানে স্বপ্নসম বলে সমীক্ষকেরা জানান I

মানবাধিকার আইনজীবী সৌরমবে তাঁর উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব সাংবাদিক তাদের দায়িত্ব পালন করছিলেন I উল্লেখ্য বিরোধী তিনজন রাজনীতিবিদকে নিরাপত্তা বাহিনী অত্যাচার ও মারধর করলে, এরা তাদের সাক্ষাৎকার নিতে হাসপাতালে গিয়েছিলেন I সাংবাদিকেরা অত্যন্ত জরুরি পরিস্থিতিতে সংবাদ প্রচার বা কারুর সাক্ষাৎকার নিতে প্রেস সদস্য হিসাবে বাইরে গিয়ে থাকেন I

মানবাধিকার সংস্থাগুলি জানায়, লক ডাউন ঘোষণার পর জিম্বাবুয়েতে সাংবাদিকদের ওপর ১৪টি হয়রানি ও জনগণের ওপর ৩০০টি নির্যাতনের খবর পাওয়া গিয়েছে I