অবরুদ্ধ সময়ে কেমনকাটছে শিশু-কিশোরদের দিনগুলি

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ১৭ই মার্চথেকে বন্ধ আছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান তাই তো দীর্ঘদিন ধরে ঘরথেকে বাইরে বেড় হতে পারছেনা শিশু-কিশোররা। এই অবরুদ্ধ সময়ে কেমনকাটছে শিশু কিশোরদের দিনগুলি? স্বাস্থ্যবিধি সম্পর্কে এরা কতটুকু জানে, কতটুকুই বা মানে? ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আজমীর হাসান কনকএর পাঠানো রিপোর্টে থাকছে সব প্রশ্নের উত্তর।