অসমে এনআরসি প্রকাশের তারিখ আরও এক মাস পিছিয়ে গেছে

Activists of All Bengal Minority Youth Federation shout slogans as they protest against the final draft of the National Register of Citizens (NRC) in the northeastern state of Assam, in Kolkata, India, July 31, 2018.

ভারত সরকারের আর্জি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট আজ অসমে এনআরসি প্রকাশের তারিখ আরও এক মাস পিছিয়ে দিয়েছে।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন দীপংকর চক্রবর্তী।

Your browser doesn’t support HTML5

দীপংকর চক্রবর্তীর রিপোর্ট এনআরসি

ভারতের কেন্দ্রীয় সরকার ও অসমের রাজ্য সরকারের আবেদনে বলা হয়েছিল যে, কিছু সরকারি অফিসারের গাফিলতি ও অসততার কারণে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসির তালিকায় বহু বৈধ নাগরিকের নাম বাদ গিয়েছে, আবার অনেক বেআইনি অনুপ্রবেশকারীর নাম ঢুকে গিয়েছে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল ও সলিসিটার জেনারেল তুষার মেহতা এই দুইয়ের আনুমানিক সংখ্যা বলেছিলেন ২০% শতাংশ ও ১০% শতাংশ। তাঁরা এগুলো যাচাই করার জন্য আরও সময় চেয়েছিলেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ এবিষয়ে অসম এনআরসির কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা আগামী ৩১শে জুলাই থেকে বাড়িয়ে ৩১শে অগস্ট করে দিয়েছেন।