আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯জন নিহত

An injured man is carried to a hospital after a car bomb in Jalalabad city, Afghanistan June 17, 2018.

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৯জন নিহত হয়, আহত হয় অন্যান্য ৫০জন। এর একদিন আগে একই এলাকায়, সরকারি সেনা ও তালেবান বিদ্রোহীদের লক্ষ্য করে এক মারাত্মক হামলা চালানো হয়। ঈদুল ফিতর উপলক্ষ্যে অস্থায়ী অস্ত্র বিরতির সময় ওই হামলা হয়।

রবিবার নাঙ্গারহাড় প্রদেশে, রাজধানী জালালাবাদের মধ্যাঞ্চলে হামলা হয়। সরকারি অফিসগুলো বন্ধ ছিল। রমজান শেষে সেনারা ও তালেবান বিদ্রোহীরা যৌথ ভাবে ঈদুল ফিতর উদযাপন করছিল। তাৎক্ষনিক হামলার দায় কেউ স্বীকার করেনি। চিকিৎসকরা অর উদ্ধারকর্মীরা বলেছেন মৃতের সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে।

জালালাবাদের উপকন্ঠে শনিবার যে হামলায় অন্তত ৩৫জন নিহত হয়, ইসলামিক স্টেট তার দায় স্বীকার করেছে।

নাঙ্গারহাড় প্রদেশে ইসলামিক স্টেট শক্ত ঘাঁটি স্থাপন করেছে এবং তাদের চরমপন্থীরা নিয়মিত ভাবে হত্যাকান্ড ও আত্মঘাতী বোমা হামলা চালায়।