বাস ট্রাক সংঘর্ষে পাকিস্তানে ২৮ জন নিহত

পাকিস্তানের ডেরা গাজি খান এর কাছে বাস দুর্ঘটনাস্থলে অধিবাসী ও সাহায্য কর্মীদের দেখা যাচ্ছে। জুলাই ১৯, ২০২১। -এপি

ঈদুল আজহার ছুটি কাটাতে বাসে করে বাড়ি যাবার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোমবার পাকিস্তানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।  দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাব প্রদেশের মুলতান থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে। 

ঈদুল আজহার ছুটি কাটাতে বাসে করে বাড়ি যাবার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোমবার পাকিস্তানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাব প্রদেশের মুলতান থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে।

সরকারি কর্মকর্তা শেযাদ-উল-ইসলাম বলেন দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড়ো ধর্মীয় অনুষ্ঠান যাতে পরিবার পরিজন একত্রিত হয়ে পশু কোরবানি দেন এবং কিছু কোরবানির মাংস গরিবদেরকে বিলিয়ে দেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বিপুল সংখ্যক মানুষ তাঁদের পরিবারের সঙ্গে মিলে ঈদুল আজহা উদযাপনের জন্যে গ্রামের বাড়ি যাচ্ছেন।

পাকিস্তানের ট্রাফিক নিরাপত্তার রেকর্ড অত্যন্ত খারাপ। সড়কের দুরাবস্থা, দুর্বল গাড়ী ব্যবস্থাপনা এবং চালকের বেপরোয়া গাড়ী চালানোর কারণে পাকিস্তানে প্রতি বছর হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটে।

(এএফপি)