বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার নানা বিষয়ের মধ্যে বিদেশে কর্মরত অভিবাসি বাঙ্গালিদের দেশে পাঠানো অর্থ অন্যতম প্রধান একটি বিষয়। মোট অভিবাসি প্রায় সোয়া এক কোটি। পুরুষের সঙখ্যা বেশি হলেও নারী কম নয়। নানা সময়ে এইসব নারী শ্রমিকদের সম্পর্কে নানা নেতিবাচক খবর পাওয়া যায়। সোশাল মিডিয়ার কল্যানে এখন ছবি ও ভিডিওসহ দেখা যায় এসব বিরক্তিকর খবর। সেজন্যই স্বাভাবিক প্রশ্ন জাগে সবার মনে; বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকরা কেমন আছে?
এই প্রশ্নের ওত্তর খুজবো আমরা আজ তিনজন বিশেষজ্ঞের কাছে। যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আমদেদ, একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং শরনার্থী ও অভিবাসী গবেষণা প্রতিষ্ঠান রামরুর প্রধান ড. তাসনিম আরেফা সিদ্দিকী এবং শ্রম ও অভিবাসন বিশ্লেষক, জনপ্রিয় বিতার্কিক হাসান আহমেদ চৌধুরী কিরন।
Your browser doesn’t support HTML5
কেমন আছেন বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকরা