১৪ই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।
এতে বাংলাদেশ থেকে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে।
বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক,
কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তারা তাঁদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন তারপর নারকীয় হত্যাযজ্ঞ।
Your browser doesn’t support HTML5
কেমন আছেন শহীদ বুদ্ধিজিবীদের পরিবারের সদস্যরা
কেমন আছেন তাদের পরিবারের সদস্যরা, কতোটা অর্জিত হলো তাঁদের আত্মত্যাগ এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসোনের পুত্র নিউইয়র্ক প্রবাসী ফাহিম রেজানুর, শহীদ কথাশিল্পী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার, শহীদ সাংবাদিক গোলাম মোস্তফার কন্যা উর্মি মোস্তফা,
এবং নিউইয়র্ক প্রবাসী সাংস্কৃতিক কর্মী আবৃত্তিকার মিথুন আহমেদ।