কেমন হবে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন

৩০শে ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনো মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর নির্বাচন কমিশনের পক্ষ হতে ২ হাজার ২৭৯টি বৈধ ও ৭৮৬টি অবৈধ আবেদন বলে ঘোষণা করা হয়। সেগুলোর বিপরীতে আপীল হয়। আপীলের পর কিছু আবার অনুমতি মেলে।

অপরদিকে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি, সরকার কর্তৃক বিরোধী দলের নেতাকর্মীদের ধর পাকড়ের অভিযোগ, ইত্যাদির কারনে কেমন হবে নির্বাচন এ নিয়ে আলোচনার জন্যে আজ যোগ দিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সুভাষ সিংহ রায়, সাবেক ছাত্রদল নেত্রী হেলেন জেরীন খান ও সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ।

Your browser doesn’t support HTML5

কেমন হবে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন