গরু পাচারকারীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নেমেছে সিবিআই

গরু পাচারকারীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নেমেছে সিবিআই

গরু পাচারকারীদের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নামল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। আর এতেই নাম জড়াল এক ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্নেলের।

গরু পাচারকারীদের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নামল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। আর এতেই নাম জড়াল এক ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্নেলের।

আজ বুধবার সকাল থেকেই কলকাতার রাজারহাট, সল্টলেক, তপসিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা, শিলিগুড়ি-সহ রাজ্যের ১৫ জায়গায় অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তসংস্থার নজরে এনমুল হক নামে এক পাচারকারী। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

রাজ্যের সীমান্তবর্তি জেলাগুলি দিয়ে প্রতিবেশী দেশে গরু পাচার করার অভিযোগ বহুদিনের। এনিয়ে বারেবারেই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ জেলা সহ-উত্তরবঙ্গের একাধিক জেলার সীমান্তে বসবাসকারী মানুষজন গরু পাচারকারীদের অত্যাচারে নাজেহাল।

এবার সেই গরু পাচারের বিরুদ্ধেই অভিযানে নামল সিবিআই।এদিকে, গরু পাচারের সঙ্গে নাম জড়িয়েছে সতীশ কুমার নামে বিএসএফের এক কর্নেলের। বুধবার কলকাতার সল্টলেকের বিজে ব্লকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তসংস্থা। শেষপর্যন্ত তাঁর বাড়ি সিলও করে দেওয়া হয়। জানা গিয়েছে বিএসএফের ওই আধিকারিক একসময়ে কর্মরত ছিলেন শিলিগুড়িতে। বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, গরু পাচার নিয়ে ন্যাশনাল এজেন্সি NIA ও এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট ED-কেও রিপোর্ট পাঠিয়েছে সিবিআই। টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখবে ইডি। অন্যদিকে, গরু পাচারের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এনআইএ বলে খবর।

Your browser doesn’t support HTML5

গরু পাচারকারীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নেমেছে সিবিআই