গুয়েতেমালায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে বলে মনে হচ্ছে

Guatemala Elections

গুয়েতেমালায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে বলে মনে হচ্ছে। রবিবার যে ভোট গ্রহণ হয় তার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে কোন প্রার্থী সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা পাবেন না।

সোমবার অর্ধেকের কম ভোট গণনা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে সাবেক ফার্স্ট লেডি স্যান্ড্রা টোরেস ২৪ শতাংশ ভোট পেয়েছেন এবং এগিয়ে আছেন।

আলেহান্ড্রো জিয়ামাটেই ১৫ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। এই নিয়ে তিনি ৪ বার প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় স্থানে আছেন সাংবাদিক এডমান্ড মুলেট। তিনি এখন পর্যন্ত ১২ শতাংশ ভোট পেয়েছেন।

১১ই অগাস্ট দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে।