২৪ ঘন্টা নির্বাচনী প্রচারে অংশ নেয়া নিষেধ মমতা বন্দ্যোপাধ্যায়ের

২৪ ঘন্টা নির্বাচনী প্রচারে অংশ নেয়া নিষেধ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কমিশনের নোটিসে বলা হয়েছে, বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দুটি কারণে এই নিষেধাজ্ঞা। প্রথম অভিযোগ, তৃণমূল নেত্রী তাঁর ভাষণে সাম্প্রদায়িক ভেদাভেদ প্রসঙ্গ এনেছেন, দ্বিতীয়ত তিনি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে প্ররোচনা যুগিয়েছেন। এ ব্যাপারে কমিশনের 'শো কজ' নোটিসের যে জবাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা-ও কমিশন মেনে নেয়নি।

এইজন্য আজ ১২ই এপ্রিল রাত আটটা থেকে আগামীকাল ১৩ই এপ্রিল রাত আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা মমতা কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এর ফলে তৃণমূল কংগ্রেস নেত্রীর চারটি জনসভায় ভাষণ দেওয়া বন্ধ হয়ে গেল। এই নিষেধাজ্ঞা ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন বলেছেন, "আজ গণতন্ত্রের কালো দিন। তবে বোঝা যাচ্ছে, তৃণমূলে এই নির্বাচনে জিতবে।" দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

২৪ ঘন্টা নির্বাচনী প্রচারে অংশ নেয়া নিষেধ মমতা বন্দ্যোপাধ্যায়ের