চট্টগ্রাম সমুদ্র বন্দরে শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক। তাদের মধ্যে রাসেল দে নামের একজন মারা গেছেন। ৪০ থেকে ৪২ সেকেন্ড স্থায়ী টর্নেডো সকাল নয়টার দিকে বন্দর এলাকায় আঘাত হানে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট ঝড়
এসময় জেটিতে থাকা একটি কনটেইনারবাহী জাহাজ নোঙর ছিঁড়ে কর্ণফুলী নদীতে চলে যায়।
চট্টগ্রাম বন্দর পরিচালনা পরিষদের সদস্য জাফর আলম বলেন, টর্নেডোতে সিসিটি ইয়ার্ডে সারি করে রাখা শতশত কনটেইনার ছিটকে পড়ে। এতে ডক অফিসের সীমানা প্রাচীর ভেঙে যায়, কয়েকটি শেডের ছাউনিও উড়ে গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ফরিদ মিয়া জানান, খারাপ আবহাওয়ার মধ্যে টর্নেডোটি শুধু চট্টগ্রাম বন্দর এলাকায় আঘাত হানে। আশপাশের এলাকায় এর কোন প্রভাব ছিল না।