চলে গেলেন বাঙালি নারী জাগরণের পথিকৃৎ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিনী এবং সাংবাদিক মিশুক মুনীরের মা লিলি চৌধুরী।
লিলি চৌধুরী সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন পড়াশোনা করেন লেডি ব্রেবোর্ন কলেজে।
সপ্তম শ্রেণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দিয়ে প্রথম অভিনয় শুরু।
এরপর একের পর এক নাটকে অভিনয় করেছেন বেতার, মঞ্চ, টেলিভিশনে তিনি ছিলেন ব্যস্ত অভিনেত্রী।
তার কণ্ঠ স্পষ্ট সংলাপ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি সবাইকে আকৃষ্ট করেছিল। সাতচল্লিশ, বায়ান্ন, একাত্তরের মতো ঐতিহাসিক সময়ের সাক্ষীও ছিলেন তিনি। ৯৩ বছর বয়সে তিনি বড় ছেলে আহমেদ মুনীর ও ছোট ছেলে আসিফ মুনীরকে রেখে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিলেন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
চলে গেলেন বাঙালি নারী জাগরণের পথিকৃৎ লিলি চৌধুরী