যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ সংক্রান্ত বিশেষ দূত জন কেরি আজ চার দিনের ভারত সফরে দিল্লিতে এসে পৌঁছচ্ছেন। আগামীকাল থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগ ও এনজিওর প্রতিনিধিদের সঙ্গে পরিবেশ সংক্রান্ত নানা বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন।
আগামী ২২ ও ২৩শে এপ্রিল প্রেসিডেন্ট বাইডেন একটি ভার্চুয়াল শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন, যাতে আমন্ত্রিত নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিশ্ব পরিবেশের উন্নতি সাধনের রূপরেখা তৈরি করার বিষয়ে তাঁদের অভিমত জানাবেন। অন্যান্য দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরাও ওই শীর্ষ বৈঠকে আমন্ত্রিত।
জন কেরির সফর শুরু হওয়ার আগে দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, জনসংখ্যার নিরিখে এবং তথ্য-প্রযুক্তিতে এগিয়ে থাকার কারণে ভারত পরিবেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণের ক্ষেত্রেও সারা বিশ্বে ভারতের স্থান তৃতীয়, চিন আর যুক্তরাষ্ট্রের পরেই।
৮ই এপ্রিল ফিরে যাওয়ার আগে কেরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও জ্বালানি শক্তিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবেন।
Your browser doesn’t support HTML5
চার দিনের ভারত সফরে যুক্তরাষ্ট্রের পরিবেশ দূত জন কেরি