ছয় মাসে বাংলাদেশে ৪৯৬টি শিশু ধর্ষণের শিকার

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৮০টির বেশি শিশু ধর্ষিত হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এদের মধ্যে মেয়ে ও ছেলেশিশু সব আছে। হত্যা করা হয়েছে ১৬ জনকে।

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৮০টির বেশি শিশু ধর্ষিত হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এদের মধ্যে মেয়ে ও ছেলেশিশু সব আছে। হত্যা করা হয়েছে ১৬ জনকে।

এসব আঁৎকে ওঠার মতো চিত্র। এই চিত্র অতি নৃশংসতা ও ভয়াবহতার চিত্র। এই চিত্র যে কোনো মানুষের জন্য ভয়াবহতার চিত্র।

কেনো এই অবস্থা। এর প্রতিকার কি। কিভাবে তা করা সম্ভব, এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন বিশিষ্ট আইনজীবি ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট এলিনা খান, মনোবিজ্ঞানী ড. মেহতাব খানম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্বের শিক্ষক ও প্রাবন্ধিক ড. জোবায়দা নাসরীন।

Your browser doesn’t support HTML5

ছয় মাসে বাংলাদেশে ৪৯৬টি শিশু ধর্ষণের শিকার