জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতাকে গুলি করে মেরেছে জঙ্গিরা

ভারতের জম্মু ও কাশ্মীরের একজন বিজেপি নেতাকে ভোটের মুখে সন্দেহ ভাজন জঙ্গিরা গুলি করে মেরেছে।

শনিবার অনেক রাতে জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ জেলার বিজেপি সভাপতি গুল মুহম্মদ মীরের ভেরিনাগের বাড়িতে ঢুকে জঙ্গিরা তাঁকে গুলি করে মারে। জঙ্গি উপদ্রুত অনন্তনাগ লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে তিন দফায়। আগামী কাল পুলওয়ামায় আর শোপিয়ানে ভোট গ্রহণ হবে।

নিহত নেতার দল বিজেপির অভিযোগ, কিছু দিন আগে সরকার মীরসহ রাজ্যের বেশ কয়েকজন নেতার দেহরক্ষী তুলে নেয়। এই হত্যা তারই পরিণাম। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ্ বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশেই কিছু নেতার সুরক্ষা ব্যবস্থা বাতিল করা হয়েছে। তাই এর দায় তাদের। রাজ্যপাল সত্য পাল মালিক গত কয়েক মাসে জঙ্গিদের হাতে কতজন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে, মুখ্য সচিবের কাছে জানতে চেয়েছেন। তিনি জানান, গুল মুহম্মদ মীরের মতো একজন নেতার হত্যাকাণ্ডে তিনি ব্যথিত। দরকার হলে সুরক্ষা ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হবে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতাকে গুলি করে মেরেছে জঙ্গিরা