তুরস্কের সৌদী দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগজি হত্যা মামলায় বৃহস্পতিবার ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে।
তুরস্কের সৌদী দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগজি হত্যা মামলায় বৃহস্পতিবার ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে।
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদী ক্রাউন প্রিন্স মোহামেদ বিন সালমানের কড়া সমালোচক জামাল খাশোগজি ২রা অক্টোবর ইস্তাম্বুলে সৌদী কন্সুলেটে গেলে খুন হন। সৌদী প্রেস এজেন্সী জানায় খুনীদের মৃত্যুদন্ড বা যথাযথ শাস্তি দাবী করেছে আইনজীবিরা।
অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। বিষয়টির তদন্ত চলছে এবং তুরস্ক কতৃপক্ষকে সবরকম প্রমান দিয়ে তদন্তে সহায়তার অনুরোধ করেছে সৌদী কতৃপক্ষ। তুরস্ক সে অনুরোধের কোনো জবাব দেয়নি।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন সৌদী সরকারের শীর্ষ অবস্থান থেকে এই হত্যাকান্ডের নির্দেশ আসে।