জামিন পেলেন সাংবাদিক রোজিনা

Your browser doesn’t support HTML5

পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে রোববার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লা ভার্চুয়াল আদালতে শুনানি শেষে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন- আসামীপক্ষ যদি আদালতে পাসপোর্ট জমা দেয়, তাহলে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া যেতে পারে।


অন্যদিকে আসামীপক্ষের আইনজীবী বলেন- এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে আমরা তার কোন দ্বিমত পোষণ করিনি।

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের পর প্রথম আলোর পক্ষ থেকে সাংবাদিক আনিসুল হক সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গত ১৭ মে আটক করা হয়। ঢাকা থেকে নাসির হুদা বিথীর রিপোর্ট।