করোনা পরিস্থিতিতে বাংলাদেশে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন পোশাক শ্রমিকরা

Your browser doesn’t support HTML5

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন পোশাক শ্রমিকরা। সংক্রমনের ভয় নিয়েই কাজে যোগ দিচ্ছেন তারা। বর্তমানে বাংলাদেশের করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেলেও এ নিয়ে যেন মাথা ব্যথা নেই পোশাক শ্রমিকদের। তবে যারা প্রতিদিন কাজে যোগ দিচ্ছেন তাদের চোখে-মুখে রয়েছে অসহায়ত্বের ছাপ। পোশাক শ্রমিকরা বলছেন সংসার চালানোর তাগিদে বাধ্য হয়েই কাজে আসতে হচ্ছে তাদের। এদিকে ইউরোপ আমেরিকার পরিস্থিতি যদি খুব স্বল্প সময়ে ভালোর দিকে যায় আর বাংলাদেশের করোনা মহামারী যদি আরো খারাপের দিকে যেতে থাকে, তাহলে বন্ধ হয়ে যাবে অনেক পোশাক কারখানা। চাকরী হারাবেন অনেকেই। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন, শফিকুল ইসলাম শামীম।