টিআইবি বাংলাদেশের দশম জাতিয় সংসদের ৩টি গুরুত্বপূর্ণ ঘাটতির তথ্য তুলে ধরেছে

Bangladesh Parliament in Session

দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি দশম জাতিয় সংসদ যা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কার্যকর ছিল তার ৩টি গুরুত্বপূর্ণ ঘাটতির তথ্য তুলে ধরেছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

টিআইবি বাংলাদেশের দশম জাতিয় সংসদের ৩টি গুরুত্বপূর্ণ ঘাটতির তথ্য তুলে ধরেছে

বুধবার ঢাকায় টিআইবি দশম জাতীয় সংসদের উপর ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছ যাতে কোরাম সংকট, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের তুলনা মূলক কম অংশ গ্রহণ এবং কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিকে এই ৩ টি গুরুত্বপূর্ণ ঘাটতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে দশম জাতীয় সংসদের মোট ২৩ টি অধিবেশনে কোরাম সংকটের কারণে ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট নষ্ট হয়েছে যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬৩ কোটি ৫৭ লাখ টাকার ওপর।

প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, প্রধান একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় দশম সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়নি। ফলে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয় এবং সংসদীয় কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্র ক্ষমতার চর্চা বৃদ্ধি পায়।