বাংলাদেশে ৬ টি বাম রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে হতে পারেনি।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট
বৃহস্পতিবার ঢাকায় জাতিয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জোটের নেতা কর্মী এবং সমর্থকরা জনগণের
ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে তাঁদের পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করে যাত্রা শুরু করে কাওরান বাজার এলাকায় পৌঁছালে তাঁরা পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিলটি সামনে আগানোর চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ করেমিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময়, জোটের অন্তত ৫০ জন নেতা কর্মী আহত হয়েছেন বলে জোটের পক্ষ থেকে দাবী করা হয়েছে। তবে পুলিশের তরফে বলা হয়েছে তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিলের গতিরোধ করার চেষ্টা করেছে কিন্তু মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালালে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়।