তালেবান নেতাদের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনা ট্রাম্প বাতিল করায় নতুন অনিশ্চয়তা

Trump on Afghanistan

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তালেবান নেতাদের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনা আকস্মিক ভাবে বাতিল করে দেওয়ায়, আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী ১৮ বছরের যুদ্ধ অবসানের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সে বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ মাসে পরে আফগানিস্তানে যে নির্বাচন হওয়ার কথা তার আগে আরও রক্তপাত হওয়ার সম্ভাবনও রয়েছে।

রবিবার ওয়াশিংটনের বাইরে ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্টের অবসর বিনোদন কেন্দ্রে প্রেসিডেন্টের, তালেবান ও আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে পৃথক আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তালেবান যখন ঘোষণা করে যে তারা গত সপ্তাহে কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এবং তাতে এক আমেরিকান সেনা সহ ১২জন নিহত হন—ট্রাম্প ওই আলোচনা বাতিল ঘোষণা করেন।

কিন্তু প্রেসিডেন্টের ওই প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন রিপাবলিকান এবং ডেমোক্রাটিক আইন প্রণেতারা।