তুরস্কে প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান অনানুষ্ঠানিক প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিজয় দাবী করছেন

APTOPIX Turkey Elections

খবরে বলা হচ্ছে তুরস্কে রবিবারের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের প্রায় ৯০.২ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে এবং প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান ৫৩.৩২ ভোট পেয়েছেন।

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি’র প্রার্থী মুহাররেম ইনসে পেয়েছেন দেশব্যাপী ৩০.৪ শতাংশ ভোট।

কোন প্রার্থী যদি ৫০ শতাংশের বেশী ভোট না পান, তাহলে জুলাই মাসের ৮ তারিখে দ্বিতীয় দফার ফিরতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান অনানুষ্ঠানিক প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিজয় দাবী করছেন।