নতুন কৃষি বিল এর প্রতিবাদে ভারতের রাস্তায় হাজার হাজার কৃষক

ভারতের মতন দেশে নতুন কৃষি বিল এর প্রতিবাদে রাস্তায় হাজার হাজার কৃষক। নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেনও তাঁরা। তা ফিরিয়ে নেওয়ার ভাবনা নেই সরকারের, তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের মতন দেশে নতুন কৃষি বিল এর প্রতিবাদে রাস্তায় হাজার হাজার কৃষক। নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেনও তাঁরা। তা ফিরিয়ে নেওয়ার ভাবনা নেই সরকারের, তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আকাশবাণীতে মাসিক 'মন কি বাত' শীর্ষক অনুষ্ঠানে মোদী বলেন,''ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে কৃষি সংস্কার।''

গত কয়েক বছর ধরে কৃষি সংস্কারের দাবি করে আসছিলেন কৃষকরা, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,''কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল। সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল। এখন তা পূরণ হয়েছে। অনেক আলোচনার পর কৃষি আইনে সংস্কার হয়েছে। অধিকার পেয়েছেন কৃষকরা। নতুন সুযোগ তৈরি হয়েছে। কৃষকদের সমস্যার সমাধানও হয়েছে।''

Your browser doesn’t support HTML5

নতুন কৃষি বিল এর প্রতিবাদে ভারতের রাস্তায় হাজার হাজার কৃষক