নারী কন্ঠ: বিশ্ব খাদ্য কার্যক্রমের নায়লা সাত্তারের সঙ্গে কথোপকথন

Naila Sattar, WFP

শাগুফতা নাসরিন কুইন

Naila Sattar in Women's Voice

আজ নারী কন্ঠ অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন নায়লা সাত্তার। তিনি, বাংলাদেশে বিশ্ব খাদ্য কার্যক্রমের কান্ট্রি ডিরেক্টর, রিচার্ড রেগানের উর্ধতন উপদেষ্টা।

তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেন।

Your browser doesn’t support HTML5

নারী কন্ঠ: বিশ্ব খাদ্য কার্যক্রমের নায়লা সাত্তারের সঙ্গে কথোপকথন

Naila Sattar with WFP colleagues in Cox’s Bazar at an exhibition of photographs from the Rohingya camps

বাংলাদেশে বিশ্ব খাদ্য কার্যক্রম, রোহিঙ্গাদের অনেক সাহায্য করছে এবং বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। এ সম্পর্কে নায়লা সাত্তার আমাদের বিস্তারিত ভাবে জানান।

তিনি বলেন তারা গোড়াতে শরণার্থীদের বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন তা করেছেন। পরে ওই কার্যক্রম আরও প্রসারিত করা হয়।

Naila Sattar, WFP

নায়লা সাত্তার রোহিঙ্গা ক্যাম্পে তাঁর অভিজ্ঞতার কথাও বলেন। এক মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল। তাঁর স্বামীর কী হয়েছে তিনি জানেন না। তার চার সন্তান। খুব কষ্ট করে জীবন কাটাচ্ছেন। এরকম অনেকেই সেখানে আছেন।

The 7point8Nepal scarf in production in Kathmandu

২০১৫ সালে নেপালে প্রচন্ড ভূমিকম্প হয়। তখন নায়লা নেপালে ছিলেন।

ওই সময়, যারা ভূমিকম্পের শিকার হন তাদের সাহায্য করার জন্য তিনি 7point8 Nepal Project শুরু করেন।

ওই প্রকল্প এবং সেই অভিজ্ঞতার কথা তিনি বলেন।

Naila Sattar with our first group of Khema Nepal patients and my co-founder, Thinley Athup, and team of doctors.

নায়লা সাত্তার খেমা নেপাল প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা এবং পরিচালক।

তিনি ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বলেন। দরিদ্র বয়স্ক মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে ওই সংগঠন কাজ করে থাকে।

আন্তর্জাতিক ব্যবসা ক্ষেত্রে নায়লার বেশ অভিজ্ঞতা আছে। নেপালে তিনি ও তাঁর প্রয়াত স্বামীর পাশমিনার ব্যবসা ছিল। পাশমিনা সাল তৈরি করার কারখানা ছিল তাদের।

নায়লা সাত্তার ব্যবসা জগৎ থেকে জাতিসংঘের খাদ্য কার্যক্রমে কাজ করার ব্যাপারে কেন উৎসাহিত হলেন? তিনি বললেন রোহিঙ্গা শরণার্থীরা যখন প্রথম বাংলাদেশে যেতে শুরু করেন, তিনি অবাক হন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার ছাড়াও বাংলাদেশের জনগন কি ভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানুষের সেই মানবিক দিকটা এবং রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখে তিনি তাদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত হন।

নায়লা সাত্তার যুক্তরাষ্ট্রের প্রিন্সটান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন।

Your browser doesn’t support HTML5

Interview with Naila Sattar