পিনু রহমানের ক্যামেরায় "লস্ট চাইল্ডহুড"

ঝুঁকিপূর্ণ এই কাজ করেই সংসারের চাকা ঘুরানো এই কিশোরের বয়স মাত্র ১৪- ফটো- পিনু রহমান

নোংরা স্যাতস্যাতে এই পরিবেশে প্রতিদিন ৮ থেকে ১২ কেটে যায় এই শিশুটির- ফটো- পিনু রহমান

প্রতিটি কষ্ট মাখা দিনের মাঝে এভাবেই উদাস হয় দৃষ্টি- ফটো- পিনু রহমান

শৈশবের সকল আনন্দ থেকে বঞ্চিত ১২ বছরের এই ছেলেটির প্রতিটি দিন কাটে এভাবেই- ফটো- পিনু রহমান

একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের সহকারী এই কিশোরেরা। পরিশ্রমের এই কাজটিতে রয়েছে ঝুঁকিও- ফটো- পিনু রহমান

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাই তার ঠিকানা। নেই স্কুলে যাবার সুযোগ, নেই খেলাধূলার ব্যবস্থা। এই নোংরা স্থানেই কাজের অবসরে সামান্য সময় পায় খাবার জন্য- ফটো- পিনু রহমান

আগুনের প্রচন্ড তাপে এভাবেই পুড়ছে শৈশব- ফটো- পিনু রহমান

সারা দিনের পরিশ্রমের শেষে মলিন ক্লান্ত মুখে হাত বাড়ায় পারিশ্রমিকের জন্য- ফটো- পিনু রহমান

আহারে শৈশব, আহারে কৈশোর - ফটো- পিনু রহমান

চুলে নেই তেল, পায়ে স্যন্ডেল যত্নের কোন ছাপ নেই তার এই কৈশরে- ফটো- পিনু রহমান

ওদের বয়স ৯ কিংবা ১০। দুজনই একই ডকইয়ার্ডে কাজ করে। কাজ করার এক পর্যায় এক জনার চোখে ডুকে যায় ময়লা, সেটাই বের করার চেষ্টা অন্য বালকের- ফটো- পিনু রহমান