পুরনো দিল্লির চাঁদনি চকে সাম্প্রদায়িক অশান্তির তদন্ত

India

পুরনো দিল্লির চাঁদনি চক এলাকায় একটি সাম্প্রদায়িক অশান্তির ঘটনা সম্পর্কে আজ শহরের পুলিশ প্রধানের রিপোর্ট তলব করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন দীপংকর চক্রবর্তী।

Your browser doesn’t support HTML5

দীপংকর চক্রবর্তীর রিপোর্ট

একটা তুচ্ছ ঘটনা থেকে গণ্ডগোলের সূত্রপাত। গত সোমবার বাড়ির সামনে পার্কিং করা নিয়ে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা, মারামারি এবং উত্তেজনা ছড়ায়। পরে রাতের অন্ধকারে কেউ ওখানকার একটি মন্দির ভেঙে দেয়, ফলে বিষয়টি সাম্প্রদায়িক অশান্তির রূপ নেয়। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ দিল্লির পুলিশ সুপার অমূল্য পট্টনায়ককে ডেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চান। পুলিশ সুপার তাঁকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অশান্তি সৃষ্টির জন্য উভয় পক্ষেরই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে দিল্লির চাঁদনি চকের ঐতিহাসিক ফতেপুরী মসজিদের শাহী ইমাম মুফতি মুকররম আহমেদ মন্দির ভাঙার তীব্র নিন্দা করে সেটি সারিয়ে দেওয়ার জন্য মুসলমানদের কাছে আবেদন জানিয়েছেন। হায়দরাবাদের লোকসভা সদস্য আসাউদ্দিন ওয়াইসিও আজ সংসদের সামনে সাংবাদিকদের বলেন, যে কোনও প্রার্থনা স্থলের ক্ষতি করা গর্হিত অপরাধ। তিনি অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।