প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ফ্লোরেন্স যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে আঘাত হেনেছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। উপকূলীয় উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্য দুটির ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। জলোচ্ছাস আর বৃষ্টির ফলে উপকুলীয় অনেক শহরে পানি উঠেছে।

হারিকেন, ঘুর্নিঝড়, বন্যা, ক্ষরা, দাবাগ্নির মতো প্রাকৃতিক দুর্যোগ কেনো হয়, কিভাবে রক্ষা পাওয়া যায়, এসব দুর্যোগ মোকাবেলায় কি করা উচিৎ এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আবু নাসের রাজীব।

Your browser doesn’t support HTML5

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়