ফরাসি প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর

বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভকারিরা ইসলাম ধর্মকে নিয়ে দেয়া অবমাননাকর বক্তব্যের জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন। 

বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভকারিরা ইসলাম ধর্মকে নিয়ে দেয়া অবমাননাকর বক্তব্যের জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডাকে মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফরাসী প্রেসিডেন্টের ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতিয় মসজিদের দক্ষিণ গেট থেকে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনের জন্য মিছিল নিয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে তা আর গন্তব্যে পৌছাতে পারে নাই।

মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতারা মুসলমানদের কাছে ফরাসি প্রেসিডেন্টের নিঃশর্ত ক্ষমা চাওয়া, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা ও বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়াসহ কয়েক দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বক্তারা।

উল্লেখ্য, গত ১৬ই অক্টোবর প্যারিসের উপকণ্ঠে এক স্কুলের শিক্ষক তাঁর ক্লাসে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র দেখানোর পর ১৮ বছর বয়সী এক কিশোর তাকে গলা কেটে হত্যা করে। পরে ফরাসি সরকার নিহত ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে এবং বিভিন্ন ভবনের গায়ে ওই বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রদর্শন শুরু করে। ফরাসি প্রেসিডেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ব্যঙ্গচিত্র প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

Your browser doesn’t support HTML5

ফরাসি প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর