ফিরে দেখা একাত্তরের বাংলাদেশ

Your browser doesn’t support HTML5

১৯৭১ সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর।স্বাধীনতার পরোক্ষ সংগ্রাম যদিও চলেছে তদানীন্তন পাকিস্তানের প্রথম ২৩ বছর, কিন্তু প্রত্যক্ষভাবে এই যুদ্ধের শুরু ১৯৭১ সালের ২৬শে মার্চ।প্রায় নয় মাস ধরে সেই যুদ্ধে অসংখ্য নারী-পুরুষ নিহত ও নির্যাতিত হয়েছেন।সম্প্রতি ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ আমেরিকার স্থাপত্যবিদ্যার অধ্যাপক, ড.আদনান মোর্শেদের উদ্যোগে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে আয়োজিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়কার বিভিন্ন নথিপত্র,সংবাদপত্রের প্রাসঙ্গিক অংশ,ছবি, চিঠিপত্রের প্রদর্শনী, ছিল প্রামান্য চিত্রও। Recalling Bangladesh, শীর্ষক এই প্রদর্শনীর আয়োজক অধ্যাপক আদনান মোর্শেদের সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার,আনিস আহমেদ।