৩০ বছর আগে তিয়ানআনমেন স্কয়ারে ছাত্রদের বিক্ষোভ, চীন পমপেওর সমালোচনা করেছে

china

৩০ বছর আগে বেজিং এর তিয়ানআনমেন স্কয়ারে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চীনা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করে এবং মারাত্মক অচল অবস্থার সৃষ্টি হয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও সেই চীনা ছাত্র ছাত্রীদের প্রতি অভিবাদন জানানোর জন্য, চীন পমপেওর তীব্র সমালোচনা করে।

সোমবার পমপেও বলেছেন ওই শিক্ষার্থীরা হচ্ছে চীনা জনগনের বীরপুরুষ।

চীনের পরারাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গেং শুয়াং মঙ্গলবার সাংবাদিকদের বলেন পমপেও চীনের রাজনৈতিক ব্যবস্থায় বিদ্বেষপূর্ণ আক্রমণ চালিয়েছে।

বেজিং এর তিয়ানআনমেন স্কয়ারে মঙ্গলবার নিরাপত্তা জোরদার করা হয়েছে।