বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে সহ-উৎপাদক হয়তে চায় রাশিয়া

বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে সহ-উৎপাদক হয়তে চায় রাশিয়া

ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এখনও না পাওয়ার প্রেক্ষাপটে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী অন্যকোন দেশ থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাওয়া যায় কিনা - সে লক্ষ্যে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার।

ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এখনও না পাওয়ার প্রেক্ষাপটে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী অন্যকোন দেশ থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাওয়া যায় কিনা - সে লক্ষ্যে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে সহ-উৎপাদক হয়তে চায় রাশিয়া

ইতোমধ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশ চীন এবং রাশিয়ার সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। চীন এই মুহূর্তে তাদের ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন দেশের আগাম বুকিং থাকার কারণে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারছে না বলে কয়েকটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে সহ-উৎপাদক হয়তে চায় রাশিয়া

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করা হলে তাতে সহ-উৎপাদক হতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ ভারতের সেরাম ইন্সস্টিটিউটের সাথে চুক্তি মোতাবেক ওই দেশ থেকে যাতে যতশিগগির সম্ভব ভ্যাকসিন আনা যায় সে লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আমরা বিশ্বাস করি চুক্তি অনুযায়ী ভারত করোনা ভ্যাকসিন সরবরাহ করবে।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক আরও ১০২ জন মারা গেছেন। এই নিয়ে টানা তিনদিনে করোনায় প্রতিদিন গড়ে একশ’ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭শ' জন।....ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে সহ-উৎপাদক হয়তে চায় রাশিয়া