বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ এফডিআই প্রবাহ কিছুটা নিম্নমুখী হয়ে পড়েছে

Dhaka, Bangladesh

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রবাহ কিছুটা নিম্নমুখী হয়ে পড়েছে বলে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৮ তে উঠে এসেছে।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট এফডিআই

প্রতিবেদনে বলা হয়েছে ২০১৭ সালে দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগ তার আগের বছরের তুলনায় কমেছে ৭ দশমিক ২০ শতাংশ। ২০১৬ সালে যেখানে দেশে ২৩৩ কোটি ডলারের এফডিআই এসেছিল, ২০১৭ সালে তা কমে হয়েছে প্রায় ২১৬ কোটি ডলার।

এর ফলে স্বল্পোন্নত দেশ এলডিসি সমূহে বিদেশি বিনিয়োগ আকর্ষণেরে ক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রতিবেদন বলা হয়েছে ২০১৭ সালে মিয়ানমারে বিদেশি বিনিয়োগ ৪৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৩০ কোটি ডলার, যা এলডিসি দেশ সমূহের মধ্যে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ইথিওপিয়া, কম্বোডিয়া, মোজাম্বিক ও বাংলাদেশের অবস্থান।

প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিশ্বব্যাপী মোট এফডিআই প্রবাহে ধস নেমেছিল যার ফলে বছরটিতে সরাসরি বিনিয়োগ ২০১৬ সালের তুলনায় কমেছিল ২৩ শতাংশ ।