দুর্নীতি বিরোধী সংগঠন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনা ও অন্যান্য ক্ষেত্রে ঘাটতি পরিলক্ষিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় আম্পানসহ সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ওপর টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে এমন মন্তব্য করা হয়েছে । সংবাদ সম্মেলনে টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজুল মওলা প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন দুর্যোগ মোকাবেলায় সুশাসনের ঘাটতি দেখা গেছে । দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় আইন, নীতি এবং আদেশের প্রতিপালনে কার্যকর উদ্যোগের অভাবের উল্লেখ করে তিনি বলেন এর ফলে দুর্যোগ সতর্কীকরণ থেকে শুরু করে দুর্যোগ উত্তর ত্রাণ পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, অনিয়ম ও জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়েছে।
অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ৪টি প্রকল্পে ১৪.৩৬ শতাংশ থেকে ৭৬.৯২ শতাংশ পর্যন্ত অনিয়মের তথ্য দিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে তাদের পাওয়া তথ্যে ১১০২ কোটি টাকার এই চারটি প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি হয়েছে । সংস্থাটি আরও আনিয়েছে উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে উপকূলীয় এলাকায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলো কম বরাদ্দ পাচ্ছে।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে - টিআইবি