বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৪, আহত ১০

Thunderstorm in Bogura

বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।

বগুড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা প্রতীক ওমর।

Your browser doesn’t support HTML5

প্রতীক ওমরের রিপোর্ট বগুরা


মঙ্গলবার দুপুরে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় এ বজ্রপাতের চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার আবু সাঈ, রবিউল ইসলাম, নুরুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুল জব্বার। এঘটনায় আরো ৮জন আহত হয়েছে।

যদিও বালিয়াডাঙ্গী থানার অফিসার্স ইনচার্জ মোসাব্বেরুল হক তিন জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ভয়েস অফ আমেরিকাকে জানান, বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তী গ্রামের আমবাগানে পাহাড়ার কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন। সেখানে বজ্রপাতে রবিউল ঘটনাস্থলে এবং নুরুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর দিকে রাণীশংকৈল উপজেলায় আরেক ঘটনায় একজন মারা গেছে।