বাংলাদেশের উত্তরের জেলার চরগুলো কৃষিতে অনেকটাই বিপ্লব ঘটিয়েছে

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের উত্তরের জেলার চরগুলো কৃষিতে অনেকটাই বিপ্লব ঘটিয়েছে।
বাংলাদেশের উত্তরের জেলার চরগুলো কৃষিতে অনেকটাই বিপ্লব ঘটিয়েছে। নানা ধরণের ফসলের চাষ হচ্ছে চরে। প্রতিবছর বন্যায় জমিগুলোতে পলির আবরণ পড়ায় ফলন ভালো হয়। উৎপাদন বেশি হলেও চরের চাষিরা কখনোই ন্যায্য মূল্যে এসব কৃষিপণ্য বিক্রি করতে পারে না। নদীপাড়ের মানুষদের জীবন যাত্রা নিয়ে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া প্রতিনিধি প্রতীক ওমর।