বাংলাদেশের রাজনীতিতে চলমান সংলাপের ফলাফল কি

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে চলছে নানামুখী স্রোত; আলোচনা-সমালোচনা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে বেশ কয়েকটি নতুন জোট। জোটগুলোর মধ্যেও আবার সাবজোট, বহিস্কার, সংস্কার, ইত্যাদি চলছে। এসবের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামীলিগ ও জোটভুক্ত রাজনৈতিক দলের সঙ্গে বিরোধী জোটগুলোর বৈঠক হয়েছে, হচ্ছে। সবচেয়ে বড় জোট, বিএনপি, গণফোরামসহ ২০ দলের যে জাতীয় ঐক্য জোটের সঙ্গে ১৪ দলীয় জোটের সংলাপ হয়েছে। বিকল্প ধারার সঙ্গে সংলাপ হচ্ছে। নির্বাচনের তফসিল আসছে মাত্র দুদিন পর। সাধারন মানুষের মনে জেগে উঠছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা আমন্ত্রন জানিয়েছি দুজন বিশিষ্ট অতিথিকে। আজকের আলোচনায় যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নাইম নিজাম এবং বাংলাভিশন টিভির হেড অব নিউজ মোস্তফা ফিরোজ। যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের রাজনীতিতে চলমান সংলাপের ফলাফল কি