বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য নীতিমালা বিষয়ক বিশ্লেষণ

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের জন্য ইতোমধ্যে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। এই নীতিমালায় স্থানীয় পর্যবেক্ষকগণ ভোট কেন্দ্রের ছবি তুলতে পারবেন না; সংবাদ মাধ্যমের সাথে নির্বাচনের দিনে মতামত প্রকাশ, প্রতিক্রিয়া বা সাক্ষাতকার প্রদান করতে পারবেন না -সহ বেশ কিছু বিধি-নিষেধ রয়েছে। এদিকে, এবারের নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের সংখ্যাও কম থাকছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ২০০৮ সালের নির্বাচনে একশ‌ জনের পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। মোট ৬শ জন বিদেশী পর্যবেক্ষক ২০০৮ সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন। এবারে বিদেশী পর্যবেক্ষকদের সংখ্যা কতো হবে তার সঠিক হিসাব এখনো না পাওয়া গেলেও অনেক কম হবে- এমনটাই আভাস দিয়েছেন কর্মকর্তারা।

দেশী-বিদেশী পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্যক্রম, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টির সবশেষ পরিস্থিতিসহ এসব বিষয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ ও পর্যালোচনাকারী নাগরিক নজরদারী সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন প্রধান ড. বদিউল আলম মজুমদার।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য নীতিমালা নির্ধারণসহ নানা বিষয় বিশ্লেষণ