বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড

Bangladesh

১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার আটপাড়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মৃত্যুদন্ড

বুধবার দেয়া রায়ে আদালত সোহরাব আলী এবং হেদায়েত উল্লাহর বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আনা হত্যা ও গণহত্যার মত ছয়টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদেরকে মৃত্যুদণ্ডে দিয়েছে। দুই আসামির মধ্যে সোহরাব আলী কারাগারে আটক আছেন এবং অপর আসামী হেদায়েত উল্লাহ পলাতক। ওই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন বলে উল্লেখ করে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জানিয়েছেন সে সুযোগ নিতে হলে পলাতক হেদায়েত উল্লাহকে আত্মসমর্পণ করতে হবে।

আদালত তার রায়ে বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ১৯৭১ এ বাংলাদেশে ৩০ লাখ মানুষ হত্যাকে গনহত্যা হিসেবে স্বীকৃতি দেয়া।