বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেলেন পশ্চিমবঙ্গ পুলিশ

বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেলেন পশ্চিমবঙ্গ পুলিশ

অস্ত্রবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ। কালিয়াচকের এক বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেলেন তাঁরা।

অস্ত্রবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ। কালিয়াচকের এক বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেলেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের করারী চাঁদপুর গ্রামে। এলাকার বাসিন্দা হুমায়ুন শেখের বাড়ি তল্লাশির সময় অস্ত্র কারখানাটি নজরে পড়ে পুলিশ কর্তাদের।

কারখানাটি থেকে অত্যাধুনিক অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার হয়। মূলতঃ নাইন এমএন পিস্তল-সহ রাইফেল তৈরি হত এই কারখানায়।উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করছেন পুলিশ কর্তারা।

Your browser doesn’t support HTML5

বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেলেন পশ্চিমবঙ্গ পুলিশ