বাংলাদেশে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি দেশ জুড়ে আলোচনায় চলে আসে। শপথ নেয়ার পর তাদের নির্বাচনি এলাকার তৃর্ণমূল নেতাকর্মি, সুধিজন এবং সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বগুড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা প্রতীক ওমর।
Your browser doesn’t support HTML5
প্রতীক ওমরের রিপোর্ট
বগুড়া চার আসন থেকে বিএনপির হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে ছিলেন মোশাররফ হোসেন। দলীয় সিদ্ধান্তের জালে আটকা পড়ে ছিলো তার শপথ। শেষ সময়ে এসে দলীয় সিদ্ধান্ত মেনেই শপথ নিয়েছেন তিনি। ফলে অনেকটা উজ্জিবিত হয়ে উঠেছে তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবেই।
অপর দিকে চাপাইনবাবগঞ্জ দুই আসন থেকে আমিনুল ইসলাম এবং তিন আসন থেকে হারুনুর রশীদ বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারাও সোমবার শপথ নিয়েছে। ওই এলাকার সাধারণ মানুষও তাদের অনুভূতির কথা জানিয়েছেন।
এদিকে বিএনপির শপথ নেতা সাংসদদের উদ্দেশ্যে সু-শাসণের জন্য নাগরিকের চাপাই নবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ভয়েস অফ আমেরিকাকে তার প্রতিক্রিয়া জানান।