৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং মার্চে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়েছে বিএনপির পক্ষ থেকে।
সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা
এগুলো ছাড়াও ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ও তার শরীক দলগুলোতো থাকছে,
কিন্তু বিরোধী দলের কারা থাকছে; প্রার্থীরা নির্বাচনে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন এসব নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে।
এসব প্রশ্নের উত্তর পেতে আজ আমারা আমন্ত্রন জানিয়েছি দুজন সিনিয়র সাংবাদিককে।এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমীন এবং বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদক মনির হায়দারকে।
Your browser doesn’t support HTML5
বিএনপি ছাড়া কেমন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলো