বিএনপির ৫৫ জন কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা

BNP arrest

বাংলাদেশে বিএনপির ৫৫ জন কর্মকর্তার বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছে পুলিশ। বিএনপি বলছে, এই ঘটনায় প্রমাণ করে যে, সরকার সবদলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট বিএনপি

রোববারে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার কয়েকঘন্টা পরে দলটির শীর্ষ নেতাদের উস্কানিতে দলের বেশ কিছু নেতাকর্মী মগবাজার এলাকায় বোমাবাজি, পুলিশকে হত্যার উদ্দেশ্যে তাদের উপরে আক্রমণ করাসহ বেশ কয়েকটি অভিযোগে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যেমন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. মঈন খানসহ মোট ৫৫ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছে পুলিশ। প্রভাবশালী দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ অনেক সংবাদ মাধ্যম এই ধরনের ঘটনা আদৌ ঘটেনি উল্লেখ করে এই মামলাকে গায়েবি মামলা হিসেবে আখ্যা দিয়েছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেছেন, তারা গোপন বৈঠক করেছেন, কাজেই এই মামলা কি করে হয়রানিমূলক হয়? বিএনপি বলছে, এই ঘটনায় প্রমাণ করে যে, সরকার সবদলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তারা বেপরোয়া হয়ে গেছে। এদিকে রোববার বিএনপির জনসভার আগেপড়ে ১৯৩ জন বিএনপি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।