বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

India Politics

সৌজন্যের রাজনীতি মেনেই আগামী তিরিশে মে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট আমন্ত্রণ

আজ পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কাছে আমন্ত্রণপত্র এসেছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন তিনি। প্রসঙ্গত বলা যেতে পারে ৩০ মে দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেরি হলেও আমন্ত্রণ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,''আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। আজকেই পাঠিয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বলে নিয়েছি। সবাই মিলে ঠিক করেছি, আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেখানে থাকার। কালকের মধ্যেই পৌঁছতে হবে''।

সাংবাদিকদের প্রশ্ন- এটা কি বরফ গলার ইঙ্গিত নাকি রাজনৈতিক বার্তা? এমন জল্পনা খারিজ করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়,''সাংবিধানিক সৌজন্যতা রাখছি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করছি''।